শিলিগুড়ি,১৫ সেপ্টেম্বরঃ টিকা নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ। সেই অভিযোগে এবার ধর্ণায় বসলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বুধবার দুপুরে মহাত্মা গাঁধীর মূর্তির পাদদেশে দলীয় নেতৃত্বদের সঙ্গে ধর্ণায় বসেন শঙ্কর ঘোষ। মঙ্গলবার টিকাকরণ ঘিরে ২৪ নম্বর ওয়ার্ডের জগদীশচন্দ্র বিদ্যাপীঠে ব্যাপক ঝামেলা হয়। সেখানকার কিছু বাসিন্দা অভিযোগ করেন বেছে বেছে টিকা দেওয়া হচ্ছে।
এদিকে বুধবার তরুণ তীর্থ ক্লাবে টিকাকরণ হয়। বিধায়কের অভিযোগ সেখানেও টিকা দেওয়ার পেছনে রাজনীতি করা হচ্ছে। এদিকে সেখানে গেলে বিধায়ককে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপরই গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন বিধায়ক। সেখানে বলেন, ২৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলে নেতাদের নির্দেশে টিকাকরণ হচ্ছে। সেখানে গেলে এক নেতাদের নির্দেশে হেনস্থা করা হয়েছে। তার স্কুটিতে লাথিও মারা হয়েছে বলে দাবি করেন।