শিলিগুড়ি,১৬ সেপ্টেম্বরঃ ২৪ নম্বর ওয়ার্ডে টিকাকরণে কেন্দ্রের বাইরে ঝামেলা।ঘটনায় তৃণমূল নেতা বিকাশ সরকারকে শোকজ করল দল।দুদিন আগে জগদীশচন্দ্র বিদ্যাপীঠ টিকাকরণ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।কিছু বাসিন্দা অভিযোগ করেন তাঁরা টিকার লাইনে দাড়ালেও তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।এরপর পথ অবরোধ বিক্ষোভ দেখায় বাসিন্দারা।তৃণমূল নেতা বিকাশ সরকারের বিরুদ্ধে কিছু বাসিন্দা অভিযোগ তোলেন।এরপর বুধবার তরুণ তীর্থ ক্লাবের সামনেও টিকাকরণ চলাকালীন বিধায়ক শঙ্কর ঘোষকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ।সেই অভিযোগে আন্দোলনে নামে বিজেপি।আর এসব ঘটনার পর জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ বিকাশ বাবুকে শোকজের চিঠি পাঠিয়েছেন বলে খবর।
এ নিয়ে জেলা তৃণমূলের চেয়ারম্যান অলোক চক্রবর্তী জানান, প্রতিটি দলে অনুশাসন থাকে।যেকাজ হয়েছে সেই কাজের পরিপ্রেক্ষিতে দল কালিমালিপ্ত হয়েছে কিনা সেদিকে নজর রেখে দলনেত্রী শোকজ করেছেন।কী ঘটনা ঘটেছিল তা জানার জন্য চিঠি দেওয়া হয়েছে।এতে অপমানের কিছু নেই।
অন্যদিকে বিকাশ সরকার জানান, টিকাকরণ পুরনিগমের তরফে হয়েছে।সেখানে বাইরের লোক নিয়ে যাওয়া হয়নি।শোকজ দলের অভ্যন্তরীণ বিষয়।দল এটা নিয়ে আলোচনা করবে।আর বিধায়ক নিজে সেখানে গিয়ে উত্তেজনার সৃষ্টি করেছেন।