শিলিগুড়ি,৯ জুলাইঃ টিকা না পাওয়ায় বিক্ষোভ মায়েদের।শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ৮ নম্বর গেটে বিক্ষোভ দেখালো মায়েরা।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের তরফে ০ থেকে ১২ বছর বয়স পর্যন্ত বাচ্চার মায়েদের টিকাকরণের শিবিরের আয়োজন করা হয়েছিল।এই শিবিরে প্রতিদিন প্রায় ১৫০ জন মায়ের টিকাকরণ করা হয়।টিকা নিতে আসা মায়েদের অভিযোগ, এদিন ভোর থেকে লাইনে দাঁড়িয়েছিলেন তারা।সকালে সেখানে স্বাস্থ্য কর্মীরা আসেন এবং বাচ্চার মায়েদের জানিয়ে দেওয়া হয় যে আজ তাদের টিকা দেওয়া হবে না।ব্যবসায়ীদের টিকাকরণ হবে।
টিকা নিতে আসা অনিতা,রিম্পারা বলেন, আজ তাদের টিকা নিতে আসার জন্য বলা হয়েছিল।সেইমতো টিকার জন্য ভোর ৩টা থেকে লাইনে দাড়িয়ে ছিলেন।এখন বলা হচ্ছে যে টিকা দেওয়া হবে না।তাদের দাবি অবিলম্বে তাদের টিকাকরণ করতে হবে না হলে ব্যবসায়ীদেরও টিকাকরণ করতে দেওয়া হবে না।