শিলিগুড়ি,২ আগস্টঃ টিকা না পেয়ে ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৪৬ নম্বর উপস্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখাল মায়েরা।
জানা গিয়েছে, এদিন টিকা নেওয়ার জন্য সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিলেন মায়েরা।অভিযোগ, মায়েদের বদলে বয়স্কদের টিকাকরণ শুরু হয় সেখানে।এছাড়াও যাদের টিকা দেওয়া হচ্ছে তারা ৪৬ নম্বর উপস্বাস্থ্য কেন্দ্র এলাকার বাসিন্দাও নয়।এর আগেও এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়েছিল যে মায়েদের টিকা দেওয়া হবে,সেইসময় কিছু সংখ্যক মা টিকা পেলেও বাকিরা পায়নি।
এদিকে মায়েদের বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য ওই উপস্বাস্থ্য কেন্দ্রে টিকাকরণ বন্ধ হয়ে যায়।যদিও পরে আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে সেখানকার এক স্বাস্থ্যকর্মী জানান, এইসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।