শিলিগুড়ি,১৩ আগস্টঃ টিকার লাইন কিনা বিক্রি হয়ে যাচ্ছে। এমনই অভিযোগ উঠলো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের টিকাকরণ কেন্দ্রে। টিকার লাইনে প্রতিদিন কয়েকশো মানুষের ভিড় হচ্ছে। আর সেখানে নানা অভিযোগ নিয়ে সরব হচ্ছেন টিকা নিতে আসা সাধারণ মানুষ। দূর দুরান্ত থেকে সেখানে প্রচুর মানুষ আসছেন। তাঁরা অভিযোগ করছেন, টিকার লাইনে মাঝেমধ্যে থাকছে অন্যরা। এরপর আদতে টিকা নিচ্ছে এমন মানুষ যারা নাকি লাইনেই দাড়াননি। আর এভাবেই টাকার জন্য কয়েকজন লাইনে দাড়াচ্ছেন। এরপর যারা টিকা নেবেন তাঁরা কিছুক্ষণ আগে এসে দাঁড়িয়ে পড়ছেন তাঁদের জায়গায়। অনেকেই অভিযোগ করছেন ২০০, ৪০০ টাকায় বিক্রি হচ্ছে টিকার লাইন। শুক্রবার ২০০ জনকে টিকা দেওয়া হলেও লাইনে দাঁড়িয়েছিল কয়েকশো মানুষ।
এনিয়ে মেডিক্যাল কলেজের ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত জানান, মৌখিক বা লিখিত অভিযোগ পাইনি। তদন্ত পেলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। টিকা নিয়ে কালোবাজারি করতে দেওয়া হবে না।