শিলিগুড়ি, ২৪ জুনঃ ভোর থেকে লাইনে দাড়িয়েও মেলেনি টিকার জন্য কুপন। অথচ অপরিচিতরা তালিকা তৈরি করছে। শেষমেষ তালিকায় নাম থাকলেও কুপন না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেন টিকার লাইনে দাঁড়ানো অধিকাংশ মানুষ। অভিযোগ তুললেন, টিকার লাইনেও দালাল চক্র কাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে টিকার জন্য কুপন দেওয়া ঘিরে ঝামেলার সূত্রপাত হয়।
১০০ জনকে কুপন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন টিকা নিতে আসা প্রচুর মানুষ৷ ভোর ৩ টা থেকে লাইনে দাড়ালেও কয়েকজনকে টিকার জন্য কুপন দেওয়া হয়েছে। এক ব্যক্তি হাসপাতালে তালিকায় নাম লিখছিলেন বলে জানান বাসিন্দারা। সেখানে ১০০ জনের নাম লেখা হয়েছিল। পরে হাসপাতালের তরফে কিছু কুপন দিয়ে আর কুপন নেই জানিয়ে দেওয়া হয়৷ এরপর বিক্ষোভ দেখাতে থাকেন লাইনে দাড়িয়ে থাকা অধিকাংশ মানুষ। হাসপাতালে দালাল চক্র চলছে বলেও অভিযোগ করেন।
Ami 6ilm ei ghotonay