শিলিগুড়ি, ২২ ফেব্রুয়ারিঃ মেয়র হিসেবে শপথ নিলেন গৌতম দেব।পুরনিগমের চেয়ারম্যান হলেন প্রতুল চক্রবর্তী।মঙ্গলবার পুরনিগমে কাউন্সিলর ও মেয়রকে শপথবাক্য পাঠ করান জেলাশাসক এস পন্নমবলম।
এরপর দায়িত্ব নিয়ে গৌতম দেব জানান, প্রশাসক হিসেবে ৭ মাস আগে কাজ করেছি।পুরভোটের ফলাফল প্রকাশের আগেই মুখ্যমন্ত্রী আমার নাম মেয়র হিসেবে ঘোষণা করেছিলেন।আনুষ্ঠানিকভাবে আজ দায়িত্ব গ্রহণ করলাম।সবাইকে নিয়ে কাজ করা হবে।বিরোধী দল যোগ্য মর্যাদা পাবে।এছাড়াও বলেন মানুষের সহযোগীতা, সমর্থন চাইবো।মানুষের কথা শুনবো।জনতার দরবার হবে।মানুষের কাছে যাবো, তাদের পরামর্শ নিয়ে কাজ হবে।কলকাতার পর তিলে তিলে তিলোত্তমা হবে শিলিগুড়ি।
নতুন বোর্ড জমিহীন মানুষদের জমি পাইয়ে দিতে, সংযোজিত ওয়ার্ডের মানুষের সুবিধা দেওয়া, পর্যাপ্ত পানীয় জলের প্রকল্পের কাজ শুরু করা, যানজট মুক্ত শিলিগুড়ি করার জন্য কাজ করবে বলে জানান মেয়র।