শিলিগুড়ি, ২৯ আগস্টঃ শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়ার এপিসি সরণিতে টাইম কলের উপর সৌন্দর্যায়ন।অবৈধ নির্মানের অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, টাইম কলের উপরে অবৈধভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে।স্বর্গীয় এক ব্যক্তির নামের ফলকও বসানো হয়েছে।পাশাপাশি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে।সন্ধ্যে হলেই জ্বালানো হচ্ছে বাতি।যা মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা।
এদিন স্থানীয় এক যুবক বলেন, আমাদের এখানে আগে থেকেই একটি কল ছিল।শাসক দলের কেউ কলের উপরে অবৈধ নির্মাণ করে ফলকও লাগিয়েছে।এটা দ্রুত ভেঙে ফেলা হোক।তা নাহলে আমাদেরও পূর্বপুরুষের নামে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কলের ওপর সৌন্দর্যায়ন করা হবে বলে জানান যুবক।
এই বিষয়ে ৩৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রেবা সরকার বলেন, অবৈধভাবে এটা করা যায় না।প্রশাসনকে অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে ৩৯ ওয়ার্ড কাউন্সিলর পিঙ্কি সাহা শহরের বাইরে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি।