মেখলিগঞ্জ, ৬ মেঃ মেখলিগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের তিনবিঘা করিডর পরিদর্শন করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার সকাল ১১ টা নাগাদ হেলিকপ্টারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত-বাংলাদেশ সীমান্তের তিনবিঘা করিডরে পৌঁছান।সেখানে বিএসএফের কনফারেন্স হলে ঘণ্টাখানেক বৈঠক করেন তিনি।বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের ডিজি, এডিজি, আইজি ও ডিআইজি পদস্থ আধিকারিকেরা।বৈঠক শেষে তিনবিঘা করিডর পরিদর্শন করেন অমিত শাহ।সেখান থেকে জিগাবাড়ি বিওপিতে গিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গে দেখা করেন।
এদিনের অমিত শাহের সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন কোচবিহারের সংসদ তথা দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী।কোচবিহার সফর শেষ করে দুপুর ১২ টা ৩০ নাগাদ হেলিকপ্টারে রওনা দেন অমিত শাহ।