শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ টিন কেটে দোকানে চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।ধৃতদের নাম রোশন বর্মন এবং হরেন দাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ইস্টার্ন বাইপাস এলাকার একটি হার্ডওয়ারের দোকানের টিন কেটে চুরির ঘটনা ঘটায় দুষ্কৃতিরা।সোমবার সকালে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের হেফাজত থেকে ৭০ হাজার টাকার সামগ্রী উদ্ধার হয়েছে।
ধৃতদের মধ্যে রোশন বর্মন কুখ্যাত অপরাধী।আজ দুজনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।