রাজগঞ্জ, ১৩ ডিসেম্বরঃ টিন কেটে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জের ভুটকির হাটে।বৃহস্পতিবার গভীর রাতে একটি মোবাইলে দোকানের চুরির ঘটনা ঘটে।
জানা গিয়েছে, অন্যান্য দিনের মত বৃহস্পতিবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকানের মালিক কৃষ্ণ দাস। আজ সকালে দোকান খুলতে এসে দেখতে পান সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।এরপরই চুরির ঘটনা নজরে আসে।দোকানে থাকা গ্রাহকদের রিপেয়ারিংয়ের বেশ কয়েকটি মোবাইল, একটি প্রিন্টার, চার্জার, ডাটা কেবল সহ নানান সামগ্রী চুরি হয়েছে।
দোকানের মালিক কৃষ্ণ দাস জানান, প্রায় ৪০-৪৫ হাজার টাকার সামগ্রী চুরি হয়েছে।বিষয়টি রাজগঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে।
অন্যদিকে হারাধন সাহা নামে সেই বাজারের ব্যবসায়ী জানান, মাঝেমধ্যেই ভুটকি বাজার এলাকায় চুরির ঘটনা ঘটছে।এর আগেও বেশকয়েকটি দোকানে চুরি ঘটনা ঘটে।রাতে এই এলাকায় পুলিশি টহলদারির দাবি জানান তিনি।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।