নকশালবাড়ি, ২৮ ফেব্রুয়ারিঃ দীর্ঘ প্রতীক্ষার পর নকশালবাড়িতে তিন মনীষীর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করা হল।শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে ৯ লক্ষ ব্যয়ে তিন মনীষীর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করেন সভাধিপতি অরুণ ঘোষ।
জানা গিয়েছে, এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতার মূর্তি উন্মোচন করা হয়।উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য বিরাজ সরকার,মনিরাম প্রধান গৌতম ঘোষ, উপপ্রধান রঞ্জন চিকবড়াইক, নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি নিখিল ঘোষ সহ অন্যান্য সমাজসেবীরা।
শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান, খুব ভালো লাগছে।শুধু রাস্তাঘাট বা ড্রেন করেই উন্নয়ন নয়।মনীষীদের বাণী মানুষের মধ্যে তুলে ধরতেই এই কাজ।শুধু নকশালবাড়ি নয় মহকুমার বিভিন্ন স্থানে চিলা রায়, বীরসা মুন্ডার মূর্তি উন্মোচন করা হয়েছে।মহকুমা পরিষদ জুড়ে বিভিন্ন এলাকায় মনীষীদের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হবে।সকলের সহায়তায় মহকুমা পরিষদ উন্নয়নের কাজ করছে বলে জানান তিনি।