শিলিগুড়ি, ৫ জুনঃ গোটা বিশ্বের পাশাপাশি শিলিগুড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে।গাছ লাগিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালন করছেন বিভিন্ন সমাজসেবী সংগঠন সহ বিভিন্ন স্থরের মানুষেরা।
এদিন শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে তিনবাত্তি মোড়ের কাছে জিআরইএফ ক্যাম্পে প্রায় ২০০টি চারাগাছ লাগানো হয়।
এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থার এক কার্যকর্তা জানান, বহু জায়গায় গাছ কাটা হচ্ছে।এরফলে উত্তরবঙ্গে তাপমাত্রা বেড়েছে।এই কারণেই গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।সকলকে অন্তত একটি করে গাছ লাগানোর বার্তা দেন তিনি।