শিলিগুড়ি, ৫ জানুয়ারিঃ শিলিগুড়ি সংলগ্ন তিনবাত্তি মোড় এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শক্তিগর এলাকার বাসিন্দা ব্যক্তি দীর্ঘদিন ধরে তিনবাত্তি এলাকায় রাস্তাতেই থাকতেন।রবিবার দুপুরে ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।এরপর খবর দেওয়া হয় পুলিশকে।পরে এনজেপি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের সদস্যরা।গোটা ঘটনার তদন্তে পুলিশ।