শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির তিনবাত্তি মোড়ের কাছে শীঘ্রই চালু হবে বিকল্প বাসস্ট্যান্ড।বুধবার পরিদর্শনের পর এমনটাই জানালেন মেয়র গৌতম দেব।
শহরে যানজট সমস্যা সমাধানে গতবছর তিনবাত্তি মোড়ের কাছে বিকল্প বাসস্ট্যান্ড গড়ে তোলার কাজ শুরু হয়।পরিবহন দপ্তরের উদ্যোগে এবং শিলিগুড়ি পুরনিগমের সহায়তায় বাসস্ট্যান্ডটির কাজ শুরু হয়। এরপর রেলের আইনি জটিলতায় বেশকিছুদিন থমকে যায় বাসস্ট্যান্ডের কাজ।পরবর্তীতে সেই বিষয়টিকে পাশে রেখেই ফের কাজ শুরু হয়।বর্তমানে বাসস্ট্যান্ডের কাজ প্রায় শেষের দিকে।খুব শীঘ্রই এই বাসস্ট্যান্ড থেকে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালু হবে বলে আশাবাদী মেয়র।আজ বাসট্যান্ডটি পরিদর্শন করেন তিনি।
এদিন মেয়র গৌতম দেব জানান, বাসস্ট্যান্ডের কাজ প্রায় শেষের দিকে।এই বাসস্ট্যান্ড থেকে ২০টির বেশি বাস চলাচল করতে পারবে।যাত্রীদের সুবিধার্থে সমস্ত ব্যবস্থা করা হয়েছে।বাসস্ট্যান্ডটি চালু হলে শহরে যানজটের সমস্যা কমবে বলে জানান তিনি।