শিলিগুড়ি,৪ মার্চঃ তিনচাকার গাড়ির পরিবর্তে তিনচাকা গাড়িই চাইছে শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি সিটি অটো ম্যাক্সি ক্যাব ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ২০১৮ সালে রাজ্য সরকারের তরফে ডিজেলচালিত অটোর বদলে এলপিজি চালিত অটোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়েস্টবেঙ্গল অটো পলিসি অনুযায়ী তিন চাকার অটোর বদলে তিন চাকার ডিজেল চালিত গাড়ি দেওয়া যাবে না, পেট্রোল এলপিজি চালিত গাড়ি দিতে হবে।
সংগঠন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হলে রায় আসে তিনচাকার পরিবর্তে তিনচাকারই। তবে রাস্তায় দেখা যাচ্ছে ডিজেলচালিত চারচাকা গাড়ি। সংগঠনের সম্পাদক শিবরাজ চৌধুরী জানান মন্ত্রী গৌতম দেবের সাথে কথা বলতে গেলে মন্ত্রী জানান যেটা রায় হয়েছে তাই হোক তবে মদত করছে না আরটিও।