শিলিগুড়ি,২৮ জুনঃ স্কুলের বহু পুরনো টিনের চাল দিয়ে টপটপ করে পড়ছে বৃষ্টির জল।আর তার মধ্যেই ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের।
শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডের অরবিন্দ বিদ্যামন্দির।স্কুলের টিনের চাল বহু পুরনো হয়ে যাওয়ায় ফুটো হয়ে গিয়েছে।যে কারণে বৃষ্টি হলেই ক্লাসরুম জুড়ে জল পড়তে শুরু করে।তার মধ্যেই ক্লাস করতে হয় ছাত্রছাত্রীদের।স্কুলের অফিস ঘরেরও একই অবস্থা।সেখানেও বৃষ্টির জল পড়ে জরুরী নথিপত্র নষ্ট হওয়ার অবস্থা হয়েছে বলে জানিয়েছেন স্কুলের শিক্ষিকারা।একই অবস্থা স্কুলের মিড-ডে মিল রান্না করার ঘরেরও।
স্কুলের শিক্ষিকা পম্পা সরকার জানান, অফিস ঘরের আলমারি থেকে শুরু করে জলে ভিজে গেছে সবকিছুই।এমন অবস্থা চলতে থাকলে স্কুলের প্রয়োজনীয় নথিপত্র নষ্ট হয়ে যাবে।স্কুল মেরামতের জন্য টাকা বরাদ্দ হলেও এখনও পর্যন্ত স্কুলের কাজ শুরু হয়নি বলে অভিযোগ করেন তিনি।
