শিলিগুড়ি, ২২ মেঃ অপারেশন সিঁদুর এর সাফল্যের জন্য ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে বৃহস্পতিবার শিলিগুড়িতে তিরঙ্গা যাত্রা করলো বিজেপি।
জানা গিয়েছে, সুভাষপল্লী নেতাজি মোড় থেকে এই তিরঙ্গা যাত্রা শুরু হয়।এরপর বিভিন্ন পথ পরিক্রমা করে মহাত্মা গান্ধী মোড়ে গিয়ে শেষ হয়।এদিন এই তিরঙ্গা যাত্রার নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, ভারতীয় সেনাবাহিনী আমাদের গর্ব।অপারেশন সিঁদুর-এর মাধ্যমে সেনাবাহিনী দেশের নিরাপত্তা রক্ষায় যে সাহসিকতা ও সাফল্য দেখিয়েছে, তা অনন্য।এই কর্মসূচির মাধ্যমে বিজেপি একদিকে যেমন সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।