শিলিগুড়ি, ১০ জুলাইঃ প্রবল বৃষ্টির জেরে জলস্তর বাড়ছে তিস্তার। তিস্তা নদীর দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করল সেচ দফতর। ইতিমধ্যেই নদীর পারের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় ৫০.৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।
এদিকে, শহরের একাধিক জায়গা জলমগ্ন। একটানা বৃষ্টির ফলে জলপাইগুড়ির মহমায়া পাড়া, চুনিলাল রোড, হরিজন বসতি, বাতাসা গলি জলমগ্ন।
সবচেয়ে বেশি জলমগ্ন শহরের তিন নম্বর ঘুমটির একাধিক জায়গা।ওই এলাকায় আজ সকাল থেকেই প্রায় কোমর সমান জল।এরফলে সমস্যায় মানুষ।