জলপাইগুড়ি,৮ জুলাইঃ জলপাইগুড়ি তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করল জেলা সেচ দপ্তর।ময়নাগুড়ি দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।যদিও সেচ দপ্তরের তরফে জানানো হয়েছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে সমতলে তিস্তা নদীতে জল বেড়েছে৷
প্রসঙ্গত, বিগত কিছুদিন ধরে পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে।যে কারণে তিস্তার জল অনেকটাই বেড়েছে।এর আগে তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি থাকলেও এদিন সকাল থেকে লাল সর্তকতা জাড়ি করেছে সেচ দপ্তরের আধিকারিকেরা৷
জলপাইগুড়ি সেচ দপ্তরের আধিকারিক শান্তনু ধর জানান, এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।আমাদের এখানে তিস্তার সমস্ত বাঁধ ঠিক রয়েছে।