শিলিগুড়ি, ৯ জুলাই: শিলিগুড়ি পুরনিগমের পরিবেশ দপ্তরের তরফে অভিযান চালিয়ে প্রচুর সংখ্যক টিয়া পাখি উদ্ধার করা হল।
রবিবার শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের সন্তোষীনগরে একটি আটা মিলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় পুরনিগমের পরিবেশ দপ্তর।সেখান থেকে উদ্ধার হয় ৮টি টিয়া পাখি।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আটা মিলের আড়ালে চলছিল অবৈধভাবে টিয়া পাখি বিক্রির রমরমা ব্যবসা। এদিন আটা মিলে অভিযান চালিয়ে টিয়া গুলো উদ্ধার করা হয়।
পরবর্তীতে টিয়া গুলোকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানান পুরনিগমের পরিবেশ দপ্তরের আধিকারিকরা।এই সমস্ত টিয়া পাখি নকশালবাড়ি থেকে নিয়ে আসা হত বলে খবর।