শিলিগুড়ি,১৬ মেঃ ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার কৃষ্ণচন্দ্র পালের স্মৃতির উদ্দেশ্যে লকডাউনে দুঃস্থদের মধ্যে বিতরণ করা হল খাদ্যসামগ্রী।
জীবদ্দশায় তিনি বহু মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাই তাঁর প্রয়ানের পরেও তাকে শ্রদ্ধা জানিয়ে তাঁর স্ত্রী রূপা পাল ও ছেলে রায়ান পালের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২৩ নম্বর ওয়ার্ডে তার বাড়ির সামনেই দেওয়া হয়েছিল টোকন, সেই টোকন নিয়ে আজ সকলকে আসতে বলা হয়েছিল খাদ্যসামগ্রী নিতে। উপস্থিত ছিলেন মন্ত্রী গৌতম দেব, তৃণমূল নেতা রঞ্জন সরকার। সামাজিক দূরত্ব বজায় রেখে, স্যানিটাইজার ব্যাবহার করিয়ে, পুলিশের উপস্থিতিতে সকলের হাতে এদিন খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়।
জানা গেছে,প্রায় ৭০০ জনের হাতে তারা খাদ্যদ্রব্য তুলে দেবেন, এদিন ৩০০ জনের হাতে খাবার তুলে দেওয়া হয়। আবারও টোকন দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে আবারও খাদ্যদ্রব্য তুলে দেওয়া হবে সাধারণ মানুষের হাতে।