জলপাইগুড়ি,১৪ মেঃ করোনা পরীক্ষার জন্য জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিদের লালারস সংগ্রহের কাজ শুরু হল।
বৃহস্পতিবার উত্তরবঙ্গে করোনা মোকাবিলার বিশেষ আধিকারিক সুশান্ত রায়, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামাণিক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে লালারস সংগ্রহের কাজ শুরু হয়।
কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে সংশোধনাগারে ১২৪৬ এরও বেশি বন্দি রয়েছেন।বন্দিদের পাশাপাশি কর্মীদেরও পরীক্ষা করা হবে।বাইরে থেকে প্রতিদিনই সংশোধনাগারে কম বেশি আসামী এসে থাকে।অন্যদিকে কোর্টেও নিয়ে যাওয়া হয় বিচারাধীন বন্দিদের।এত বন্দি সংশোধনাগারে এক সঙ্গে থাকেন।এই কারণে জেলা স্বাস্থ্য দফতর ঝুঁকি না নিয়ে বাড়তি নিরাপত্তার জন্য সকলবন্দির কোভিড পরীক্ষার জন্য লালারস সংগ্রহের সিদ্ধান্ত নেয়।
এদিন স্বাস্থ্য দফতরের কর্মীরা কয়েকটি ভাগে ভাগ হয়ে জেলের ভিতরে লালারস সংগ্রহের কাজ শুরু করে।এই লালারস নিয়ে যাওয়া হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।সেখানেই পরীক্ষা হবে লালারসের বলে জানিয়েছেন উত্তরবঙ্গের করোনার বিশেষ দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক সুশান্ত রায়।