লকডাউনের মধ্যেও বাড়ছে সংক্রমণ, দেশে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩৩৮

দেশে চলছে দ্বিতীয় দফার লকডাউন।কিন্তু তারপরেও ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন আরও ৯৯১ জন।ফলে সারা দেশে এখন আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩৩৮ জন।মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮০।তবে ইতিমধ্যেই ১,৯৯১ জন সুস্থ হয়ে উঠেছেন।


করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।মোট ৩ হাজার ৩২৩ জন আক্রান্ত এই রাজ্যে।এরপরেই রয়েছে দিল্লি।সেখানে এক হাজার ৭০৭ জন আক্রান্ত।এ ছাড়াও তামিলনাড়ুতে ১৩২৩, মধ্যপ্রদেশে ১৩১০, রাজস্থানে ১২২৯ ও গুজরাতে ১০৯৯ জন আক্রান্ত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibom