প্ররোচনামূলক মন্তব্য করে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বিরুদ্ধে।যে কারণে আগামী ২৪ ঘণ্টা তৃণমূল নেত্রীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।জানা গিয়েছে, সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচার করতে পারবেন না মমতা ব্যানার্জি।
উল্লেখ্য,গত ৩ এপ্রিল মমতা ব্যানার্জি তারকেশ্বরের জনসভায় আইএসএফ এর আব্বাস সিদ্দিকিকে নাম না করে কটাক্ষ করেন।বলেন, ‘ও সাম্প্রদায়িক কথা বলে।ওর কথা শুনে সংখ্যালঘু ভোট ভাগ করবেন না।ওই শয়তান ছেলেটা বিজেপির টাকা নিয়ে বেরিয়েছে’।এদিকে এই নিষেধাজ্ঞা নিয়ে কড়া মন্তব্য করেছে তৃণমূল।
অন্যদিকে কমিশনের যুক্তি, ধর্ম বা জাতপাতের ভিত্তিতে ভোট চাওয়া আদর্শ নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।