কোচবিহার, ৫ জুনঃ তৃণমূল বুথ যুব সভাপতিকে ধারালো অস্ত্রের কোপ ও গুলি করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।যদিও গুলি লাগেনি।ঘটনাটি ঘটেছে কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার ডাওয়াগুড়ির ভজনপুর এলাকায়।
জানা গিয়েছে, রেজ্জাক হোসেন নামে ওই যুব নেতা বর্তমানে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।এদিকে বন্দুক হাতে বিজেপি’র নেতার ভিডিও সামনে এসেছে।খবর পেয়ে মেডিক্যালে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং কোচবিহারের জয়ী প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।
কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের অভিযোগ, নাটাবাড়ি ভজনপুর এলাকায় প্রথমে তৃণমূল যুব বুথ সভাপতিকে গুলি চালানো হয়।এরপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়।রেজ্জাক হোসেন বর্তমানে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি।বিজেপির বিরুদ্ধেই অভিযোগ তোলেন তিনি।
যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি।বিজেপির পাল্টা দাবি, তাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে। তাদেরও বেশ কয়েকজন কর্মী আহত রয়েছে।