কোচবিহার,২ জানুয়ারিঃ কোচবিহার পুলিশ সাবধান করেছিল আগেই।কিন্তু তারপরেও অচেনা ভিডিও কলিং এর ফাঁদে পা দিলেন খোদ দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।তাঁর সুপার ইম্পোজ ছবি ভাইরাল করার হুমকি প্রতারকদের।বিধায়কের অভিযোগ,সুপার ইম্পোজ করে তাঁর অশালীন ভিডিও ভাইরাল করার হুমকি দিচ্ছে প্রতারকরা।
শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে বিধায়ক উদয়ন গুহ জানান,সম্প্রতি তাঁর কাছে একটি ভিডিও কল আসে এবং তা রিসিভ করার পর থেকেই তাকে বিভিন্ন অচেনা নম্বর থেকে ফোন করে তাঁর সুপার ইম্পোজ ছবি ভাইরাল করার হুমকি দেওয়া হচ্ছে।ফোন কলের পাশাপাশি বড় অঙ্কের টাকার দাবি করে তাঁর কাছে প্রচুর এসএমএসও আসছে।পুরো বিষয়টি ইতিমধ্যেই পুলিশকে জানানো হয়েছে।এছাড়াও এরকম কোনও ভিডিও সামনে এলে কোচবিহারবাসী যাতে তাকে ভুল না বোঝে তারও অনুরোধ করেছেন বিধায়ক।অন্যদিকে এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগও উড়িয়ে দিচ্ছেন না তিনি।
প্রসঙ্গত,সম্প্রতি কোচবিহার জেলা পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছিল এই ধরণের প্রতারণা চক্রের কথা।প্রতারকরা রাতের বেলা ভিডিও কল করছে এবং সেই ভিডিও কল থেকে ছবি নিয়ে তা সুপার ইম্পোজ করা হচ্ছে।সাধারণ মানুষকে সাবধান করে দিয়ে এই ধরণের ভিডিও ফোন কল রিসিভ না করার পরামর্শ দেওয়া হয়েছিল জেলা পুলিশের তরফে।