বিধায়ক পদে ইস্তফা দেওয়ার কয়েকঘন্টার মধ্যেই তৃণমূলের সদস্যপদও ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।পদত্যাগপত্রের একটি কপি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকেও পাঠিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়।শুক্রবার বিধায়ক পদ ছাড়েন তিনি।এরপর বিকেলেই তৃণমূলের সদস্যপদও ছাড়েন।