‘আইওসি’র টেন্ডার নিয়ে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে’-কটাক্ষ বিজেপি নেতা জয়দীপ নন্দীর

শিলিগুড়ি,৬ জানুয়ারিঃ ‘আইওসি’র টেন্ডার নিয়ে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে’।সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই কটাক্ষ করলেন ৬ নম্বর মণ্ডলের বিজেপি নেতা জয়দীপ নন্দী।


আজ  একটি সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা জয়দীপ নন্দী অভিযোগ করে বলেন, ‘মঙ্গলবার আইওসি চত্বরে যে তাণ্ডব চলছে তা আর কিছুই না, এলাকা দখল ও সন্ত্রাস করার জন্যই এই গন্ডগোল সৃষ্টি করেছে তৃণমূল।অন্যদিকে টেন্ডার নিয়ে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে’।

অন্যদিকে এই বিষয়ে আইএনটিটিইউসি নেতা প্রসেনজিত রায় বলেন, ‘আমরা কোনও গুন্ডামি বা দখলদারি করিনি।যদি আমাদের এই জায়গা বহিরাগত কেউ এসে দখল করতে চেষ্টা করে তাহলে আমরা অবশ্যই তাদের বাধা দেব’।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *