রাজগঞ্জ, ১৬ সেপ্টেম্বরঃ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় এবং সার,বীজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চাষের জমিতে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। বুধবার ফুলবাড়ি ব্লক কিষান ও ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের কালাঙ্গিনি এলাকায় এই বিক্ষোভ দেখানো হয়।
এই বিষয়ে গৌতম দেব বলেন,আজ রাজ্যে জুড়ে সার,বীজ,পেট্রোল,ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জমির আলে দাড়িয়ে বিক্ষোভ চলছে। তার অঙ্গ হিসেবে আজ ফুলবাড়ি বিধানসভায় কালাঙ্গিনি এলাকায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আজ আমরা চাষের জমির আলের উপর দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করলাম।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শিক্ষা কর্মদক্ষ দেবাশীষ প্রামাণিক,ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায়,অঞ্চল সভাপতি রবিউল করিম সহ অন্যান্যরা।