NRC,CAA এবং NPR এর বিরোধিতায় তৃনমূলের মৌন মিছিল

রাজগঞ্জ, ৬ ফেব্রুয়ারিঃ এনআরসি, সিএএ এবং এনপিআর এর বিরোধিতায় মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করলো তৃণমূল কংগ্রেস।


বৃহস্পতিবার রাজগঞ্জের রংধামালি থেকে বেলাকোবার বটতলা পর্যন্ত এই মৌন মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী-সর্মথকরা অংশগ্রহণ করেন।মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, তৃণমূলের ব্লক সভাপতি লৈখ্যমোহন রায় সহ দলের অন্যান্য নেতৃত্বরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *