‘তৃণমূল কংগ্রসের প্রার্থী আমরা ভূমিপুত্র চাই’- ফুলবাড়িতে পড়ল ফ্লেক্স

রাজগঞ্জ, ৩ মার্চ: ‘ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমরা ভূমিপুত্র চাই’ লেখা ফ্লেক্স ঘিরে সরগরম রাজনৈতিক মহল।বুধবার সকালে উত্তরকন্যার পাশে এবং চুনাভাটি এলাকায় এই ফ্লেক্স দেখা যায়। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।


তৃণমূলের দলীয় সূত্রের খবর, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে পর্যটন মন্ত্রী গৌতম দেব প্রার্থী হতে পারেন এবারও।গৌতম বাবু বেশ কিছুদিন থেকে দলীয় কর্মীদের নিয়ে প্রচারও চালিয়ে যাচ্ছেন। এরই মাঝে এই ফ্লেক্স পড়ায় প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। পোস্টারে লেখা রয়েছে – ‘ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমরা ভূমিপুত্র চাই।আমরা দিদির তৃণমূল কংগ্রেস এর সৈনিক’।

এদিকে এই বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক বলেন, কে বা কারা ওই পোস্টার লাগিয়েছে জানিনা। কেউ বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই ধরণের কাজ করতে পারে।গৌতম দেব এলাকায় অনেক কাজ করেছেন। ইতিমধ্যেই তিনি ভোট প্রচার শুরু করে দিয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন তার হয়েই কাজ করব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *