ইসলামপুর,১ জানুয়ারিঃ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা ১ গ্রাম পঞ্চায়েতে গরীবদের মধ্যে কম্বল বিতরণ করলেন তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
এদিন মাটিকুন্ডায় তৃণমূলের ২৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি তৃনমূল দলের জন্য যারা শহীদ হয়েছেন তাদের পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এরপর দুঃস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।এছাড়াও দলীয় কর্মীদের গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে জনসংযোগ বাড়ানোর বার্তা দেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেন, পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য তৃনমূল নেতৃবৃন্দ।