রাজগঞ্জে তৃণমূলের তরফে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত ও পাঘালুপাড়ার মাঠে ফুটবল খেলার আয়োজন

রাজগঞ্জ,১৬ আগস্টঃ রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত ও পাঘালুপাড়ার মাঠে খেলা হবে দিবস উপলক্ষে ফুটবল খেলার আয়োজন।


তৃনমূল কংগ্রেসের তরফে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের মহানভিটার মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়।খেলায় রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের ৮টি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল কমিটির দল অংশগ্রহণ করে।উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, সংখ্যালঘু সেলের জলপাইগুড়ি জেলার সভাপতি মোশারফ হোসেন, জেলা পরিষদের কো মেন্টর অহিদা রহমান সহ অন্যান্যরা।

অন্যদিকে তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের রাজগঞ্জ ব্লক কমিটির তরফে পাঘালুপাড়ার মাঠে খেলা হবে দিবস উপলক্ষে ফুটবল খেলার আয়োজন করা হয়।সেখানে রাজগঞ্জ ব্লকের ৮টি ক্লাব অংশগ্রহণ করে।উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়নমন্ত্রী বুলু চিকবরাইক, তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী, এসসি এসটি ওবিসি সেলের জলপাইগুড়ি জেলার সভাপতি কৃষ্ণ দাস সহ সংগঠনের ব্লক নেতৃত্বরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *