শিলিগুড়ি,৩ মার্চঃ জনসংযোগ বাড়াতে ‘দিদিকে বলো’ কর্মসূচি গ্রহণ করেছিল তৃনমূল।এবারে তৃনমূলকে টেক্কা দিতে বিজেপির নতুন উদ্যোগ ‘আর নয় অন্যায়’।গত ১ মার্চ কলকাতায় এই কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা।
জানা গিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সমস্যার কথা শুনবেন বিজেপি কর্মীরা এবং তাদেরকে একটি ফোন নম্বরও দেওয়া হবে।সেই নম্বরের মাধ্যমে বিজেপির উচ্চপদস্থ নেতাদেরকে তাদের সমস্যার কথা বলতে পারবেন মানুষেরা।বুধবার থেকে শিলিগুড়িতে এই অভিযান শুরু করবে বিজেপি।
এই বিষয়ে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রবীণ আগরওয়াল বলেন, সাধারণ মানুষের প্রতি শাসকদলের অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে।যে কারণে বিজেপির তরফে এক নয়া কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এই অভিযান দিদিকে বলো’র থেকে সম্পূর্ণ আলাদা।
এদিকে এই বিষয়ে তৃনমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার বলেন,নিজেদের দলে লোক টানার জন্য এই অভিযান শুরু করেছে বিজেপি।