নকশালবাড়ি, ২১ আগস্টঃ নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা দলীয় কার্যালয়ে একটি সভার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল ডিওয়াইএফআই হাতিঘিসা লোকাল কমিটির সম্পাদক জয় দাস সহ ৩০ জন সদস্য।এদিন জেলা সহ-সভাপতি অমর সিনহা নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন।পরবর্তীতে দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি র্যালি করা হয়।
অমর সিনহা জানান, জয় দাস ও অন্যানরা যোগদান করায় দলের শক্তি বৃদ্ধি হবে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক যুব সভাপতি অরুণ ঘোষ, আশরফ আনসারী, অমিত রায়, জয়ন্ত মল্লিক সহ অন্যান্যরা।