রাজগঞ্জ, ১৫ জানুয়ারিঃ বিজেপি সহ অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বহু সমর্থক।
বুধবার রাজগঞ্জ ব্লকের সুখানী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহানপাড়া মাঠে যোগদান সভার আয়োজন করা হয়। গ্রাম পঞ্চায়েতের প্রায় ১১০জন বিজেপি ও অন্যান্য দলের সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সর্বানী ধারা, রাজগঞ্জ ব্লক যুব সভাপতি নীলাদ্রি বোস, রাজু সাহানি, ফরজান আলী সহ অন্যান্যরা।
এই বিষয়ে রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন, বিধানসভা জুড়ে তৃণমূলের উন্নয়নের সংলাপ যাত্রা কর্মসূচি চলছে। সুখানি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে বুথে কর্মসূচি চলার পর মহানপাড়ার মাঠে এই যোগদান সভার আয়োজন করা হয়। তৃণমূলের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দল থেকে দলে দলে মানুষ তৃণমূলে যোগদান করছেন। প্রায় ১১০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আগামীতেও বিভিন্ন অঞ্চলের বহু মানুষ আমাদের দলে যোগদান করবে বলে জানান তিনি।
