শিলিগুড়ি,১৪ সেপ্টেম্বরঃ পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার জন্য ছাত্রীর কাছ থেকে ১০ হাজার টাকা চাইছেন অধ্যাপক। এই অডিও ক্লিপ গত বৃহস্পতিবার শিলিগুড়ি টাইমস’এ সম্প্রচারিত হতেই শোরগোল পড়ে যায় শহরজুড়ে।
এই বিষয়ে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ বলেন, ‘এই অডিও শুনে মনে হচ্ছে এই কণ্ঠস্বর তাদের কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অমিতাভ কাঞ্জিলালের’।
অন্যদিকে ওই ছাত্রীও অধ্যাপক অমিতাভ কাঞ্জিলালের নামে শিলিগুড়ি কলেজে অভিযোগ জমা দেয়।পাশাপাশি মাটিগাড়া থানায় অমিতাভ কাঞ্জিলালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দিলীপ সরকার।এছাড়াও শনিবার বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের কাছে স্মারকলিপি জমা দেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার।
এদিকে এই ঘটনার বিরোধিতায় শিলিগুড়ি কলেজে ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আন্দোলনের ডাক দিয়ে আজ কালা দিবস ঘোষণা করে তৃণমূল ছাত্র পরিষদ। এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল এর বিরুদ্ধে শ্লোগান দিয়ে তার কুশপুতুল দাহ করা হয়। পাশাপাশি অমিতাভ কাঞ্জিলালের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানানো হয়।