মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বদল

শিলিগুড়ি,২৮ মার্চঃ মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বদল।ইতিমধ্যেই দলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে নলিনী রঞ্জন রায়ের পরিবর্তে রাজেন সুন্দাসকে প্রার্থী করা হল।কিছুদিন ধরেই প্রার্থী বদল করা হবে বলে জল্পনা চলছিল।অবশেষে প্রার্থী বদল হল।তবে কেন প্রার্থী বদল করা হল,তা এখনও পর্যন্ত দলের তরফে স্পষ্ট করে জানানো হয়নি।


অন্যদিকে এই বিষয়ে দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার বলেন, এটা দলের সিদ্ধান্ত।নতুন প্রার্থী রাজেন সুন্দাসের সমর্থনেও প্রচার করব।  

প্রসঙ্গত, রাজেন সুন্দাস এর আগে দার্জিলিঙের পরিবহণ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ছিলেন।তাকেই এবার প্রার্থী করা হল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 780casibom giriş güncel adrescasibom 760 girişJojobetjojobetCasibom GirişCasibomDeneme Bonusu Veren SitelerCasibom Girişdeneme bonusuJojobet Girişcasibom girişcasibomJojobet GirişCasibom GirişCasibomCasibomcasibomcasibom girişcasibomcasibom girişcasibom güncel giriş