একাধিক দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের তরফে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান

শিলিগুড়ি,১৩ জুনঃ একাধিক দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের তরফে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান।


লোকসভা ভোটের জন্য প্রায় আড়াই মাস ধরে শিলিগুড়ি কলেজ অধিগ্রহণ করেছিল ইলেকশন কমিশন। কলেজে বানানো হয়েছিল DC RC রুম। যে কারণে সম্পূর্ণভাবে বন্ধ ছিল পঠন-পাঠন।অভিযোগ, চলতি মাসের ১০ তারিখ কলেজ খুললেও পঠন-পাঠন বন্ধ রয়েছে।যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কলেজ পড়ুয়ারা। বৃহস্পতিবার একাধিক দাবিতে তুলে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ।এরপর কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষকে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

শিলিগুড়ি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট ওম চক্রবর্তী বলেন, দু মাস ধরে কলেজ বন্ধ ছিল। কলেজ খুলেছে চারদিন হয়েছে। এখনো পর্যন্ত ক্লাস শুরু হয়নি।পাশাপাশি বয়েজ হোস্টেলের ছাত্ররা দু মাস ধরে ভাড়া বাড়িতে রয়েছে। তারা এখনো কলেজে ঢুকতে পারেনি। কলেজের মধ্যে নোংরা আবর্জনা ভরে রয়েছে। কলেজের পঠন পাঠন বন্ধ থাকার দরুন ইউনিভার্সিটি থেকে নোটিশ এসেছিল ছাত্র-ছাত্রীদের অনলাইন ক্লাস করানোর জন্য তবে শিক্ষক-শিক্ষিকাদের গাফিলতিতে সেই ক্লাস হয়নি। আমাদের দাবি আগামীকাল থেকে পুনরায় কলেজ মেরামতি করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চালু করা হোক।


অন্যদিকে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ বলেন, ইলেকশন কমিশনের ৯ তারিখ পর্যন্ত একটা রিকুইজিশন ছিল। সেটা সম্পূর্ণ হওয়ার পরই ১০ তারিখ কলেজ শুরু হয়। ইলেকশনের জেরে কলেজ থেকে বেঞ্চ বার করা হয়েছে।এছাড়াও বেশকিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে।বিষয়গুলি ফোনে এবং চিঠি মারফত একাধিকবার ইলেকশন কমিশন, ডিএম এবং এসডিও কে জানানো হয়েছে। তবে তাদের তরফ থেকে কোনরকম সদুত্তর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuDeneme Bonusu Veren Sitelercasibom girişdeneme bonusu