শিলিগুড়ি, ১০ মেঃ শিলিগুড়ি স্টেট গেস্ট হাউস সংলগ্ন মহানন্দা নদীর কাছে শশ্মানঘাট তৈরির পরিকল্পনা শুরু করেছে শিলিগুড়ি পুরনিগম।আজ শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব সহ রঞ্জন সরকার, অলোক চক্রবর্তী এবং শিলিগুড়ি পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া মহানন্দা নদীর কাছে খালি জায়গা পরিদর্শন করেন।
এদিন গৌতম দেব বলেন, সাহুডাঙ্গীতে একটি শ্মশানঘাট রয়েছে।সেখানে করোনায় মৃতদের দাহ করা হচ্ছে।সেখানকার চাপ কমাতে মহানন্দা নদীর কাছে একটি শ্মশান তৈরি করা হবে।আজ এই জায়গা পরিদর্শন করা হল।শহরে শুধুমাত্র কিরণচন্দ্র শ্মশান ঘাট রয়েছে।আরও ২টি শ্মশানের প্রয়োজন রয়েছে।
অন্যদিকে, কিরণচন্দ্র শ্মশানঘাটে সাধারণ মরদেহ দাহ করতে সমস্যার সৃষ্টি করছেন কিছু সমাজবিরোধীরা।এর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।