রাজগঞ্জ,৪ এপ্রিলঃ টোল ট্যাক্স ফাঁকি দিতে গিয়ে টোল গেটের এক কর্মীকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার ঘটনায় কোচবিহার থেকে দুজনকে গ্রেফতার করলো রাজগঞ্জ থানার পুলিশ।ধৃতরা হল প্রহ্লাদ দাস(২৫) ও মাজিদুল শেখ(২১)।ধৃতরা দুজনই কোচবিহারের দক্ষিণ ঘোগারকুঠির বাসিন্দা।ঘটনায় সেই চারচাকা গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত ২৩ মার্চ জলপাইগুড়ি থেকে একটি চারচাকা গাড়ি রাজগঞ্জের পানিকৌরি এলাকায় টোল গেটে এসে দাঁড়ায়।তাদের কাছে ফাস্ট ট্যাগ না থাকায় গাড়ি ঢুকিয়ে দেয় ভিআইপি রোডে।এরপর কর্তব্যরত কর্মীরা জিজ্ঞাসাবাদ করলে বচসা বেঁধে যায় তাদের সঙ্গে।এরপর গাড়ি কিছুটা পিছিয়েই সজোরে সামনের দিকে এগিয়ে আসে গাড়িটি। সেসময় এক কর্মী গাড়িটিকে থামানোর চেষ্টা করলে তাকে টেনে হিঁচড়ে বেশ খানিকটা পথ এগিয়ে যায় গাড়িটি।ঘটনায় গুরুতর জখম হন ওই কর্মী।তবে গাড়িটিকে থামানো যায়নি।পরে টোল গেটের কর্মীরা রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল রাতে কোচবিহার থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানান, অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে কোচবিহার থেকে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।আজ ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে।