কোচবিহার, ১৬ এপ্রিলঃ কোচবিহারের পুন্ডিবাড়ি থানার অন্তর্গত কাঠালবাড়ি এলাকায় তোর্ষা নদীতে তলিয়ে যাওয়া উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার দেহ উদ্ধার হল আজ।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
উল্লেখ্য, শনিবার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়া কাঠালবাড়ি এলাকায় তোর্ষা নদীতে স্নান করতে যায়।সেখানে চার পড়ুয়া স্নান করতে নদীতে নামে।নদীর বেশি জলে চলে যাওয়ায় তলিয়ে যায় তারা।স্থানীয়রা তা দেখতে পেয়ে তড়িঘড়ি তিন জনকে উদ্ধার করলেও সম্রাট ঘোষ নামে এক পড়ুয়াকে উদ্ধার করতে পারেনি।
এরপর খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে পুন্ডিবাড়ি থানার পুলিশ ও সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়।তবে সন্ধ্যে হয়ে যাওয়ায় তল্লাশি চালানো সম্ভব হয়নি।রবিবার সকালে ফের তল্লাশি শুরু করে সিভিল ডিফেন্স টিম।কয়েকঘণ্টা তল্লাশি চালানোর পর অবশেষে উদ্ধার হয় পড়ুয়ার দেহ।
এদিন সকালে ঘটনাস্থলে যান কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়,তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।