আলিপুরদুয়ার, ২৩ আগস্টঃ জলের তোড়ে ক্ষতিগ্রস্থ তোর্ষা ডাইভারশন পরিদর্শন করলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন।
প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের চরতোর্ষা নদীর উপর অস্থায়ীভাবে নির্মিত অ্যাপ্রোচ রোডটি।ফলে সমস্যায় পড়েছেন এলাকাবাসী সহ নিত্যযাত্রীরা।সাধারণ মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছেন।ডাইভারশন সারাইয়ের উদ্যোগ নেওয়া হলেও কাজের গতি অতি মন্থর বলে অভিযোগ এলাকাবাসীর।
সোমবার বিধায়ক দীপক বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি বলেন, রাজ্য সরকার ও জেলা প্রশাসনের জন্য আলিপুরদুয়ার ও ফালাকাটাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।