শিলিগুড়িঃ এক তরুণকে অপহরণের অভিযোগ। শিলিগুড়িতে গ্রেফতার হল ৩ ব্যক্তি। ধৃতদের মধ্যে ২৪ নম্বর ওয়ার্ডের দুই তৃণমূল কর্মীও রয়েছে। অভিযোগ, গত ১৩ জানুয়ারি ভক্তিনগর এলাকার এক তরুণকে অপহরণ করে রতন পাল, তপন দাস ও রাজা সিং।
এরপর ওই তরুণের পরিবারকে ফোন করে ৪০ লক্ষ টাকার দাবি করে ধৃতরা। গত ১৫ জানুয়ারি এনজেপি থানায় অভিযোগ দায়ের করে তরুণের পরিবার। তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার রতন, তপন ও রাজাকে গ্রেফতার করে। জানা গিয়েছে, রতন ও তপন সক্রিয় তৃণমূল কর্মী। ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রতুল চক্রবর্তীর সঙ্গেও প্রচারে দেখা গিয়েছে দুজনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা তরুণকে দেশবন্ধুপাড়ার একটি বাড়িতে লুকিয়ে রেখেছিল। মূলত টাকার জন্য অপহরণ করে তাঁরা। সিসি ক্যামেরার ফুটেজ ও ফোনের সূত্র ধরে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃত ৩ জনকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। এদিকে ঘটনার পর প্রতুল চক্রবর্তী জানান, আইন আইনের পথে চলবে।