বিতর্কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব।এমনকি ছবি বিতর্কের জেরে সংশয়ে রবীন্দ্রভারতীর বসন্তোৎসবের ভবিষ্যৎ।যদিও বসন্তোৎসবের বিতর্কিত ছবি কাণ্ডে বহিরাগতদের ঘাড়েই দায় চাপিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি।তাঁর দাবি, পিঠে-বুকে আবীর দিয়ে যারা অশ্লীল গালিগালাজ লিখেছে তারা কেউই ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নয়।
প্রসঙ্গত,গত বৃহস্পতিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল।কিন্তু একদল তরুণ-তরুণীর উচ্ছৃঙ্খলতায় বিতর্কে সেই ঐতিহ্যবাহী অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গিয়েছে, চারজন তরুণী পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। তাদের পিঠে আবির দিয়ে লেখা ইউটিউবার রোদ্দুর রায়ের বিকৃত রবীন্দ্রসংগীত ‘চাঁদ উঠেছিল গগনে’। এছাড়াও আরেকটি ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তাতে দেখা গিয়েছে, কয়েকজন তরুণী পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। তাদের পিঠে আবির দিয়ে লেখা ‘বসন্ত এসে গেছে’।পাশাপাশি ওই তরুণীর দিকে পিছন ফিরে বসে রয়েছে তিন যুবক। তাদেরও বুকে লেখা গালিগালাজ।ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চতুর্দিকে উঠেছে সমালোচনার ঝড়। ছবি ঘিরে ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রাক্তনীরা।