রাজগঞ্জের বন্ধুনগর মোড়ে টোটো ও বাইকের সংঘর্ষে আহত ২

রাজগঞ্জ, ২৮ জানুয়ারিঃ শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বন্ধুনগর মোড়ে টোটো ও বাইকের সংঘর্ষে আহত হল ২ জন।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বন্ধুনগরে একটি টোটো রাস্তা পার হচ্ছিল।সেইসময় শিলিগুড়ির দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে।ঘটনায় আহত হন বাইক চালক ও টোটো চালক।ঘটনার পর স্থানীয় ও আমবাড়ি ফাঁড়ির পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

এদিন বন্ধুনগর মোড়ে ট্রাফিকের দাবি করেন বাসিন্দারা।এদিকে দুর্ঘটনাগ্রস্থ বাইক ও টোটোটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *