রাজগঞ্জ, ২৭ ডিসেম্বরঃ টোটো চালাতে গিয়ে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে চালকদের।সোমবার ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি জমা দিলেন টোটো চালকরা।
জানা গিয়েছে, এদিন দুপুরে প্রায় ২০০ জন টোটোচালক মিছিল করে পঞ্চায়েত অফিসের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান।তারপর প্রধানের হাতে স্মারকলিপি তুলে দেন।নৌকাঘাট মেডিক্যাল পর্যন্ত টোটো চলাচল অবাধ করা, ফুলবাড়ি বাজারে টোটো পার্কিং বানানো ও ফুলবাড়ি বাজারের সামনে টোটো নিয়ে দাঁড়ালে ট্রাফিক পুলিশ যাতে চালকদের হয়রানি না করে তার দাবী জানান তারা।
এই বিষয়ে এক টোটো চালক বলেন, ফুলবাড়ি এলাকায় প্রায় ২০০ জন টোটো চালক রয়েছে। কোনো কারণবশত টোটো আটক করা হলে টাকা লাগে এবং সেই টোটো আনতে চাঁদমনি এলাকা অথবা পুলিশ কমিশনারেট অফিসে যেতে হয়।
এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় বলেন, চালকদের দাবি শুনলাম।হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখব যদি তারা জায়গা দেয় তবে সমস্যার সমাধান করা হবে।