শিলিগুড়ি, ৮ অক্টোবরঃ টোটো চালকের ওপর মদ্যপ যুবকদের হামলার ঘটনায় গ্রেফতার দুজন।ধৃতদের নাম সুশান্ত বর্মন এবং রাজ দাস।
জানা গিয়েছে, গত ৫ অক্টোবর গভীর রাতে এনজেপি’র শহীদ কলোনি এলাকায় টোটো চালক গৌরব দত্তের ওপর ছয় থেকে সাত জন যুবক হামলা চালায়।তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ।ঘটনার পর গুরুতর আহত অবস্থায় টোটো চালককে উদ্ধার করে প্রথমে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং পরবর্তীতে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রেয়েছেন তিনি।
ঘটনার পর পরিবারের পক্ষ থেকে এনজেপি থানায় অভিযোগ করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে শহীদ কলোনি থেকে সুশান্ত বর্মন এবং রাজ দাসকে গ্রেফতার করে পুলিশ।বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।এদিন ধৃত দুজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।