শিলিগুড়ি, ৮ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকার বাসিন্দা অমিত সেনগুপ্ত(৪৬)পেশায় টোটো চালক।গত ৩ মাস থেকে বিছানায় শয্যাশয়ী।গত ১০ জুন পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।তার একটি পা পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়।
এই ঘটনার খবর পেয়ে ২৫ নম্বর ওয়ার্ডের মিলনপল্লীর ইয়ং স্টার ক্লাব তার সহযোগিতায় এগিয়ে আসেন।ইয়ং স্টার ক্লাবের সম্পাদক গৌতম গাঙ্গুলী এবং সদস্য সঞ্জয় কুমার দত্ত অসহায় অমিত সেনগুপ্তর চিকিৎসা করিয়ে আসছেন।নিজেদের সামর্থ অনুযায়ী তারা সাহায্য করেছেন।
গৌতম গাঙ্গুলী এবং সদস্য সঞ্জয় কুমার দত্ত জানান, এখনও অবধি তার চিকিৎসার জন্য ১ লক্ষ ৭১ হাজার টাকা খরচ হয়েছে।তার একটি অস্ত্রোপচার বাকি রয়েছে।যার জন্য প্রয়োজন ৫০ থেকে ৬০ হাজার টাকা।এই পরিস্থিতিতে তার চিকিৎসার জন্য সমাজের মানুষের কাছে আবেদন জানিয়েছেন তারা।অন্যদিকে, টোটোচালক অমিত সেনগুপ্তও তার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেন।
অসহায় এই টোটো চালককে সুস্থ করে তোলার জন্য কেউ সাহায্য করতে চাইলে ৯৮৩২০৪১০৫১ এবং ৭০০১৯৭৪৭৭২ এই দুটি নম্বরে যোগাযোগ করতে পারেন।